১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, রাত ১২:৪৮



আজ : ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ডিসেম্বর ২৮, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ দেবে ঢাকা ওয়াসা

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    বিভিন্ন জোন, দপ্তর, বিভাগের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করবে ঢাকা ওয়াসা। সে লক্ষ্যে দুটি কমিটি গঠন করেছে সংস্থাটি।শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

    এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান অফিস আদেশ জারি করে দুটি কমিটি অনুমোদন দিয়েছেন।

    সচিব মশিউর রহমান খান জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের জন্য প্রস্তাব উন্মুক্তকরণে ৩ সদস্যের কমিটি এবং প্রস্তাব মূল্যায়নে ৭ সদস্যের পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে।

    ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, প্রস্তাব উন্মুক্তকরণ কমিটিতে ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামাল মজুমদারকে আহ্বায়ক, উপসচিব শাহিদা কানিজকে সদস্য সচিব এবং সচিব মশিউর রহমান খানকে সদস্য করা হয়েছে।

    অন্যদিকে প্রস্তাব মূল্যায়ন কমিটির আহ্বায়ক ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খানকে আহ্বায়ক এবং উপসচিব আলমগীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

    এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা মাহাবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আল আমিন, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক ডিএম জোবায়ের হোসেন, বিটিসিএল এর মহাব্যবস্থাপক তৌফিকুল ইসলাম এবং প্রশাসন বিভাগের সহকারী সচিব মাহাবুবুল হক।