২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, রাত ১১:৩৪



আজ : ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ডিসেম্বর ২৮, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    মন্দিরের দান বাক্সের টাকা চুরি

     

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ার বাংলাদেশ সেবাশ্রম ও রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। মিরুখালী-দাউদখালীর শাখা মন্দিরে শুক্রবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই মন্দিরের সেবাইত উত্তম কুমার মিস্ত্রী মঠবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে জানা যায়, বাংলাদেশ সেবাশ্রম ও রাধা গোবিন্দ মিরুখালী-দাউদখালীর শাখা মন্দিরের সেবাইত উত্তম কুমার মিস্ত্রী শুক্রবার রাতে পূজা অর্চণা শেষে মন্দির সংলগ্ন নিজ বাড়িতে যান।

    শনিবার সকালে প্রতিদিনের ন্যায় পূজা অর্চণা করার জন্য মন্দিরের আসলে দরজা খোলা দেখতে পেয়ে ডাকচিৎকার করেন। তাঁর ডাকচিৎকারে এলাকাবাসী এসে দেখতে পান মন্দিরের প্রনামীর বাক্সে রাখা টাকা নেই। তাৎক্ষনিক মন্দির কমিটিকে অবহিত করা হয়।

    মন্দিরের সেবাইত উত্তম কুমার মিস্ত্রী বলেন, সকালে পূজা করতে এসে মন্দির খোলা দেখতে পাই।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মন্দির চুরির ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।