৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, দুপুর ১:৩৯



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ডিসেম্বর ২৮, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    বিপিএলে দেখা যাবে মাশরাফিকে ?

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    ফিটনেস সমস্যার কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ অনিশ্চিত পেসার মাশরাফি বিন মুর্তজার।

    ২০২০ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন মাশরাফি। ফিটনেস সমস্যায় ভুগলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তিনি।

    বিপিএলের শেষ কয়েকটি টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচে বোলিং করেননি মাশরাফি। ঐ ম্যাচগুলোতে ব্যাটার হিসেবে খেলেছেন তিনি।

    গতবারের মত আসন্ন বিপিএলেও সিলেট স্ট্র্রাইকার্স দলে রাখা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য মাশরাফিকে।

    কিন্তু আসন্ন বিপিএলে মাশরাফির খেলা অনিশ্চিত বলে জানিয়েছেন সিলেটের প্রধান কোচ মাহমুদ ইমন। তিনি জানান, ফিটনেসের কারণে মাশরাফির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

    আজ সাংবাদিকদের সাথে আলাপকালে ইমন বলেন, ‘মাশরাফি এখনও আমাদের দলে আছে। তার বিষয়টি পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করছে। তিনি যদি খেলার জন্য ফিট হন বা পরিস্থিতি ভালো হয় অবশ্যই খেলবেন।’

    মাশরাফির সাথে সিলেটের যোগাযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিলেট স্ট্রাইকার্স কোচ বলেন, ‘মাশরাফির সাথে কথা চলছে। ফিটনেস নিয়ে কথা হচ্ছে। তবে প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’

    এর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজি থেকে জানানো হয়েছিলো, মাশরাফি যদি খেলতে না চান তাহলে অন্য ভূমিকায় দেখা যাবে তাকে। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের ভূমিকা কি হবে, তা এখনও পরিস্কার নয়।

    ইমন বলেন, ‘যতক্ষণ না সে খেলার জন্য ফিট হবে, আমরা তাকে বিবেচনা করবো না। তার জন্য অপেক্ষা করবো। তারপরও নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না তখন আমরা তার জায়গায় অন্য খেলোয়াড়কে দলে নিবো।’

    আগের দুই আসরে সিলেটের অধিনায়ক ছিলেন মাশরাফি। এবার মাশরাফির অনুপস্থিতিতে সিলেট কে নেতৃত্ব দিবেন সেটি এখনও ঠিক করেনি ফ্র্যাঞ্চাইজি।

    কোচ জানান, মাশরাফি ছাড়া আজ (শনিবার) দলের অন্যান্য ক্রিকেটাররা অনুশীলনে উপস্থিত ছিলেন। এমনকি দুই বিদেশি খেলোয়াড়ও উপস্থিত ছিলেন। আরও দু’জন ইতোমধ্যে হোটেলে আছেন। বাকি বিদেশী খেলোয়াড়রা আসছেন।