২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, ভোর ৫:৩৬



আজ : ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ডিসেম্বর ২৫, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    সন্ধান মিলেছে নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ হাসানের

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    চার দিন ধরে নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে।

    এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ ছিলেন খালিদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হলে ফেরেন। তিনি কোথায়, কীভাবে ছিলেন এখনও জানা যায়নি।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকেও এক বার্তায় এ তথ্য জানানো হয়।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, চারদিন ধরে নিখোঁজের পর ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। তবে গত চার দিন তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন তা এখনও জানা যায়নি।

    এই বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, খালেদ মাত্রই হলে ফিরেছে। আমি তার রুমেই আছি। সে আপাতত চুপচাপ রয়েছে, কোনও কথা বলছে না।