২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, সকাল ৬:০২



আজ : ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ডিসেম্বর ২৪, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

    জাফর আলম, কক্সবাজার :

    কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুতুপালং ১ নম্বর ওয়েস্ট ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।জানা যায়, আগুন দ্রুত এক ক্যাম্প থেকে পার্শ্ববর্তী আরেক ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। চেষ্টা চলছে, আশা করছি দ্রুতই নিয়ন্ত্রণে আনার সম্ভব হবে।

    জানা গেছে, ফায়ার সার্ভিস ছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), থানা পুলিশ ও স্বেচ্ছাসেবক কর্মীরা।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করছে।

    কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কীভাবে আগুন ধরেছে, সেটি এখনও জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।