২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, সন্ধ্যা ৭:০৪



আজ : ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ডিসেম্বর ২২, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    মেট্রোরেলের সিঙ্গেল জার্নির টিকিট সংকট আর থাকছে না

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    সিঙ্গেল জার্নির টিকিট নিয়ে সমস্যার চলছিল রাজধানীর মেট্রোরেলে। এবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এই সংকট কেটে যাচ্ছে। মেট্রোরেলের সিঙ্গেল জার্নির টিকিট সংকট আর থাকছে না।

    ডিএমটিসিএলের ফেসবুক পেজ থেকে শনিবার (২১ ডিস্বের) দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

    ফেসবুক পোস্টে বলা হয়, মেট্রোলের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, ২১ ডিসেম্বর (শনিবার) থেকে মেট্রোরেল স্টেশনগুলোতে চাহিদামতো সিঙ্গেল জার্নি টিকেট বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি র‍্যাপিড পাসও বিক্রয় এবং রিচার্জ করা হচ্ছে। এমআরটি পাসও রিচার্জ করা হচ্ছে।

    এতে করে টিকিট নিয়ে আর জটিলতা থাকছে না বলে জানিয়েছে ডিএমটিসিএল।

    মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, ২০২২ সালের ২৯ ডিসেম্বর চালুর সময় একক যাত্রার টিকিট ছিল প্রায় দুই লাখ ৭০ হাজার। কিন্তু দুই বছরেই দুই লাখের বেশি টিকিট খোয়া গেছে। অনেক যাত্রীই টিকিট ফেরত দেয়নি। আবার অনেক কার্ড নষ্টও হয়েছে, যার প্রভাব পড়ছে প্রতিদিন।

    সম্প্রতি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেলের একক যাত্রার কার্ড সংকটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সংকট মোকাবিলায় আগামী মার্চের মধ্যে নতুন চার লাখ কার্ড নিয়ে আসা হচ্ছে।