২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার, রাত ১০:২৫



আজ : ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার প্রকাশ করা : ডিসেম্বর ২২, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন

     

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র ২০৬তম শাখা হিসেবে নওয়াপাড়া শাখা, যশোর রবিবার উদ্বোধন করা হয়েছে।

    ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

    ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম।

    এছাড়া ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. ইয়াসীর রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রবিউল হাসান, স্থানীয় রাজনীতিবীদ মতিউর রহমান ফরাজী ও গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।

    মাহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সমাজের সকল স্তরে আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

    ইসলামী শরিয়াহর উদ্দেশ্যের আলোকে ক্ষুদ্র বিনিয়োগ, এসএমই, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে নওয়াপাড়া শাখার আমানত এ অঞ্চলেই বিনিয়োগ করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

    বিনিয়োগ, রেমিট্যান্স ও অ্যাপভিত্তিক সেবাসহ সব ধরনের শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি তৈয়ব।