৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, সকাল ৭:৪৪



আজ : ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ডিসেম্বর ২০, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    বড় বোনের বাসায় বেড়াতে এসে ছোট বোনের আত্মহত্যা

    বেতাগী (বরগুনা) প্রতিবেদক:

    বরগুনার বেতাগীতে পৌরসভা রোড এলাকায় লামিয়া আক্তার (২৫)। বড় বোনের বাসায় বেড়াতে এসে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেতাগীর পৌর ৪ নং ওয়ার্ডের পৌরসভা রোড এলাকার আলী নেওয়াজের বাসভবনে ভাড়াটিয়া তানিয়া আক্তার (৩৫) তার ছোট বোন লামিয়া আক্তার (২৫) বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের তোতা মিয়ার (৬০) বড় মেয়ে তানিয়া আক্তার (৩৫) বেতাগী পৌরসভা রোড এলাকায় আলী নেওয়াজ বাসভবনে ভাড়াটিয়া থাকে। বড় বোনের বাসায় বেড়াতে আসে ছোট বোন লামিয়া আক্তার। লামিয়া আক্তার ওমান প্রবাসী মো. হৃদয়’র সাথে প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    বড় বোন তানিয়া আক্তার (৩৫) জানায়, গত রাতে প্রতিদিনের মত আনুমানিক ১১টার দিকে নিজ কক্ষের দরজা বন্ধ করে ঘুমাতে যাই। সকালে ৯টায় দিকে নাস্তা খেতে ডাকতে গেলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখেতে পায়।

    বেতাগী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়, তদন্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন পরে লাশ বেতাগী থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়।

    বেতাগীর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির জানায়, সকালে লামিয়ার আত্মহত্যার খবর পেয়ে তাৎক্ষণিক তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয় এবং লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে।