২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, দুপুর ১:৪৬



আজ : ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ডিসেম্বর ১৭, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

    মঙ্গলবার সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা। জানা গেছে, ৫ মাসের বকেয়া বেতনের এফডিসি রেলক্রসিং অবরোধ করেন তারা।

    ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছেন, তারা এই অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

    জানা গেছে, তিন দাবিতে রেলপথ অবরোধ করেছেন এসব অস্থায়ী শ্রমিক। এর মধ্যে আছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সকল শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।