২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, ভোর ৫:৩১



আজ : ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ডিসেম্বর ১১, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার দিবাগত মধ্যরাত ১২টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ। এর ফলে দৌলতদিয়া জিরো পযেন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ এলাকা পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় পারাপারের জন্য বাসও ট্রাক আটকে রয়েছে।

    বিষয়টি সকাল সাড়ে ৭টার দিকে নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।

    এসময় তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত সাড়ে ১২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে জানান তিনি।