১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার, সন্ধ্যা ৭:৩৯



আজ : ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার প্রকাশ করা : ডিসেম্বর ৯, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

     

    গোলাম মোস্তফা, পিরোজপুর : 

     

    পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

     

    এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং একে অপরকে নিয়ে কাজ করার আহ্বান জানান।

     

    সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্তে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, স্বাগত বক্তব্য দেন পিরোজপুর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আমিনুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) শেখ মোস্তাফিজুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ।

     

    এ আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।