২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার, রাত ৮:৪২



আজ : ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার প্রকাশ করা : ডিসেম্বর ৯, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

     

    শিবু সাওজাল, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

     

    পিরোজপুরের মঠবাড়িয়ায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

     

    সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন, সমন্বতি জেলা কার্যালয়, পিরোজপুর, উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় পতাকা উত্তলোন, মানববন্ধন ও শহীদ মাখন লাল দাস মিলনায়তনে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম, মুখ্য আলোচক উপ সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বতি জেলা কার্যালয়, পিরোজপুর।

     

    এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুল হাসান (খোকা ভাই)’র সভাপতিত্বে ও সদস্য ইসরাত জাহান মমতাজ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা প্রতিবন্ধী বিয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম, ওসি তদন্ত আঃ হালিম তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষক মো. নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান আবির, সদস্য জীবন কৃষ্ণ সাওজাল শিবু, সাংবাদিক এ, কে, এম মিজামুল কবীর মিরাজ প্রমুখ।