নির্বাচনের ঘোষণা শিক্ষা উপদেষ্টার ‘ব্যক্তিগত’ বক্তব্য
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম
নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্য তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন।’
গতকাল (শনিবার) উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। (এটি) আমার ব্যক্তিগত মতামত।জানি না কী হবে।’
আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের ওই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে এসব তথ্য জানান অপূর্ব জাহাঙ্গীর। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো. শফিকুল আলম ও উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। তার পক্ষ থেকে নির্বাচন বিষয়ে ঘোষণা আসবে।’
কবে ঘোষণা আসতে পারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।’
একই প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে, যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণের জন্য চাওয়া যায়।