২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, সকাল ৭:১০



আজ : ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ডিসেম্বর ৬, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ

     

    নিজস্ব প্রতিবেদক  ।  নিউজনেক্সটবিডি.কম

     

    চলতি বছরের নভেম্বর মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ০.৫৬ বিলিয়ন ডলার বেশি। গত বছরের নভেম্বরে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

     

    আজ প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে ১১ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৯১ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭ দশমিক ৮১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের তুুলনায় যা ২ দশমিক ১ বিলিয়ন ডলার বেড়েছে।

     

    নভেম্বরে মাসে তৈরি পোশাক খাত দেশের সর্বোচ্চ রপ্তানি আয়কারী হিসেবে ৩ দশমিক ৩১ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের চেয়ে ১৬ দশমিক ২৫ শতাংশ বেশি। যা গত বছর একই সময়ে ছিল ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।

     

    এছাড়াও, নভেম্বর মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১০৯ দশমিক ৯ মিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ১৫ দশমিক ৮২ শতাংশ বেশি। গত বছর একই সময়ে যা ছিল ৯৪ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

     

    চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয় সামান্য হ্রাস পেয়ে ৯৪ দশমিক ১৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা গত বছরের নভেম্বরে ছিল ৯৪ দশমিক ৪৮ মিলিয়ন ডলার।

     

    হিমায়িত ও জীবন্ত মাছ এবং মাংস,মাছ,ডেইরি,ডিম ও মধুসহ প্রাথমিক পণ্যগুলো থেকে রপ্তানি আয় ১৬ দশমিক ৩২ শতাংশের ইতিবাচক বৃদ্ধি পেয়ে ১৫৬ দশমিক ৬৪ মিলিয়ন ডলারে দাড়িঁয়েছে। যা গত বছরের নভেম্বরে ছিল ১৩৪ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।

     

    জাহাজ, নৌকা এবং ভাসমান কাঠামো থেকে রপ্তানি আয় বেড়ে ২ দশমিক ১২ মিলিয়ন ডলারে দাড়িঁয়েছে। যা গত বছরের নভেম্বরে ছিল ২০ হাজার ডলার।