২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬:২৩



আজ : ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ডিসেম্বর ১, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমদানি-বাজারজাত করা যাবে না

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

     

    ঢাকা: আগামী ১ এপ্রিল থেকে সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমদানি ও বাজারজাত করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি কমিশনের স্পেকট্রাম বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

     

    এতে বলা হয়েছে, ওয়াইফাই রাউটার দেশে উৎপাদনকারী ও বিদেশ থেকে আমদানিকারকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ এপ্রিল থেকে যেসব ওয়াইফাই রাউটার বাংলাদেশে বাজারজাত করা হবে সে সফল রাউটারে বাধ্যতামূলকভাবে ২ দশমিক ৪-২ দশমিক ৪৮৩ গিগাহার্জ ও ৫ দশমিক ৭২৫- ৫ দশমিক ৮৭৫ গিগাহার্জ উভয় ব্যান্ড সাপোর্ট করতে হবে।

     

    যেকোনো একটি ব্যান্ড সাপোর্ট করে এ ধরনের ওয়াইফাই রাউটার বাজারজাত করার অনুমতি দেওয়া হবে না।