১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার, সন্ধ্যা ৭:১৪



আজ : ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার প্রকাশ করা : ডিসেম্বর ১, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

    আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম

     

    যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ ‌‘কাশ’ প্যাটেলকে (৪৪) এফবিআই প্রধান হিসেবে নিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কাশ প্যাটেল নামেই বেশি পরিচিত।

     

    কাশ প্যাটেল এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে তিনি ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ নামে একটি অনুসন্ধানী বই প্রকাশ করেছিলেন যার উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প।

     

    যদিও এফবিআইর বর্তমান পরিচালক রেই-এর চাকরির মেয়াদ আরও তিন বছর রয়েছে। ২০২৭ পর্যন্ত তার মেয়াদ থাকলেও তাকে সরিয়ে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। রেই এফবিআই এর প্রধান থাকার সময় আদালতের সম্মতিতে সরকারি গোপনীয় নথি উদ্ধারে ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল। এ ঘটনায় তিনি ট্রাম্পের বিরাগভাজন হয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

     

    কাশ প্যাটেলকে এ পদে নিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। এফবিআই প্রধানদের রাজনীতিমুক্ত রাখতে তাদের পদের মেয়াদ ১০ বছর নির্ধারণ করা হয়।