৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, রাত ৯:৫৯



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : নভেম্বর ৩০, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    পূর্ণিমার প্রথম স্বামীকে কেন বিয়ে করলেন নায়িকা কেয়া?

    বিনোদন ডেস্ক, ঢাকা :

     

    হঠাৎ করেই বিয়ের খবর জানালেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। কিন্তু যাকে তিনি বিয়ে করেছেন তিনিও আরেক জনপ্রিয় সুদর্শনা নায়িকা পূর্ণিমার প্রথম স্বামী। পূর্ণিমার প্রথম স্বামীকেই কেন বিয়ে করলেন কেয়া? বিষয়টা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে বিষয়টিকে ইতিবাচক হিসাবেই দেখছেন কেয়ার ভক্তকূল।

     

    গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে খরবটি নিজেই জানিয়েছেন নায়িকা কেয়া। সবার কাছে দোয়া চেয়ে জানান তিনি বিয়ে করেছেন ২৮ নভেম্বর।

     

    জানা গেছে, দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তিনি। কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। মোস্তাক কিবরিয়া দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ১ম স্বামী ছিলেন।

     

    উল্লেখ্য, মাত্র ১৪ বয়সে আমিন খানের বিপরীতে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন কেয়া। এটি নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর। এরপর টানা ডজন দুয়েক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া তার একাধিক বিজ্ঞাপনচিত্র দারুণ জনপ্রিয়তা পায়।

     

    চলচ্চিত্রে মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া।

     

    কিন্তু নায়িকার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান কেয়া। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা।