১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার, রাত ৯:৩৮



আজ : ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার প্রকাশ করা : নভেম্বর ২৯, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

    পিরোজপুর প্রতিনিধি :

     

    চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে কুপিয়ে হত্যা , মসজিদ ভাংচুর, কুরআন শরীফ পোড়ানো সহ রাষ্ট্রদ্রোহী সকল কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুরের সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

     

    আজ শুক্রবার বাদ জুমা পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশ করেন।

     

    বিক্ষোভ সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয় ইসকনের নিবন্ধন বাতিল, চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়।