২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, রাত ৩:১৫



আজ : ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : নভেম্বর ২৯, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    ইন্টার মিয়ামির সাথে চুক্তি নবায়ন করলেন সুয়ারেজ

    স্পোর্টস ডেস্ক, ঢাকা :

     

    মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামির সাথে আরো এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন সাবেক বার্সেলোনা ও উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগামী মৌসুমে নতুন কোচ জেভিয়ার মাচেরানোর অধীনে মিয়ামিতে খেলবে সুয়ারেজ। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

     

    ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার সব ধরনের প্রতিযোগিতায় এ পর্যন্ত ২৫ গোল করেছেন, যার মধ্যে মিয়ামির নিয়মিত মৌসুমের করেছেন ২০ গোল। নিয়মিত মৌসুমে সেরা রেকর্ডের জন্য সাপোর্টার্স শিল্ডও জয় করেছে মিয়াম। মিয়ামি অবশ্য ইতোমধ্যেই আটালান্টা ইউনাইটেডের কাছে প্রথম রাউন্ডে হেরে প্লে-অফ থেকে বিদায় নিয়েছে।

     

    এরপরপরই আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো তার সতীর্থদের নিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দেন। বার্সেলোনায় সুয়ারেজের সাবেক সতীর্থ মাচেরানো মঙ্গলবার মিয়ামিতে যোগ দিয়েছেন।

     

    নতুন চুক্তি প্রসঙ্গে সুয়ারেজ বলেছেন, ‘আমি খুবই খুশী। আরো এক বছরের জন্য এখানে খেলতে পেরে ও এখানকার পরিবেশ উপভোগের সুযোগ পেয়ে আমি উত্তেজিত। মিয়ামি সত্যিই আমার পরিবারের মত। আমরা সকলে এখানকার সময়টা দারুনভাবে উপভোগ করছি। একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছি। আশা করছি এভাবেই আমরা ক্লাবটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

     

    মিয়ামির ফুটবল অপারেশন্স প্রধান রাউল সানলেহি বলেছেন সুয়ারেজ ইতোমধ্যেই প্রমান করেছেন কেন তাকে এলিট পর্যায়ের ফরোয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়। ড্রেসিং রুমেও তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

     

    জাতীয় দলের জার্সিতে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করা সুয়ারেজ গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসরের ঘোষনা দেন।
    সুয়ারেজ ইউরোপে আয়াক্স, লিভারপুল ও এ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছেন। এছাড়া মিয়ামিতে যোগ দেবার আগে ব্রাজিলের গ্রেমিওতে এক মৌসুম কাটিয়েছেন।